Inqilab Logo

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৪ আষাঢ় ১৪২৯, ২৭ যিলক্বদ ১৪৪৩ হিজরী
শিরোনাম

নিজের পরিচালনায় রোমান্টিক কমেডিতে মেগ রায়েন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০৩ এএম

‘ইথাকা’ দিয়ে পরিচালনায় অভিষেক হয়েছিল অভিনেত্রী মেগ রায়েনের। আরেকবার পরিচালকের চেয়ারে বসছেন মেগ। এবার তিনি ‘হোয়াট হ্যাপেন্স নেক্সট’ নামে একটি রোমান্টিক কমেডি পরিচালনা করবেন। এই ফিল্মটিতে তিনি ডেভিড ড্যুকোভনির বিপরীতে অভিনয় ও করবেন। স্টিভেন ডিটজের মঞ্চ নাটক ‘শুটিং স্টার’ অবলম্বনে ফিল্মটি নির্মিত হবে। দুজন মানুষের আকস্মিক দেখা আর অন্তরঙ্গতার এক দশক পর তাদের আবার দেখা হয়-এমন এক কাহিনী ফিল্মটির। এক রাতের জন্য তারা এক বিমানবন্দরে আটকা পড়ে। তারপরই তাদের সম্পর্ক আরেকবার প্রাণ পায়। ডিটজসহ-নাট্যকার কার্ক লিনের সঙ্গে ফিল্মটির চিত্রনাট্য লিখছেন রায়েনের সঙ্গে। বিøকার স্ট্রিট ব্যানারের অধীনে প্রযোজনা করবেন লরা ডি স্মিথ এবং হ্যান ওয়ে ফিল্মসের ক্রিস্টিন ম্যান। নির্মাণ সম্পর্কে আরও তথ্য অচিরেই জানান হবে। মুক্তি পাবে ২০২৩ সালে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন