Inqilab Logo

ঢাকা, মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ০৫ ভাদ্র ১৪২৬, ১৮ যিলহজ ১৪৪০ হিজরী।

ক্রাইস্টচার্চে বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটিয়ে গতকালই ক্রাইস্টচার্চে শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। কিন্তু আবারো বাধ সেধেছে প্রকৃতি। এবার ছিল বৃষ্টির বাধা। গতকাল ম্যাচের প্রথম দিনে টসেই নামতে পারেন নি দুই অধিনায়ক। তবে আজ থেকে প্রকৃতি অনুক‚লে থাকবে বলেই জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে। প্রথম দিনের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বাকি দিনগুলোতে ন্যুনতম ৯৮ ওভার করে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া চারদিনে পরিণত হওয়া এই টেস্টের ফলোঅনের সীমা ২০০ থেকে কমিয়ে করা হয়েছে ১৫০ রান। সবকিছু ঠিক থাকলে যতক্ষণে এই সংবাদ পড়ছেন ততক্ষণে হয়তো শেষ হয়েছে দিনের প্রথমভাগের খেলা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন