‘পদ্মা সেতু’র দাম ৫ লাখ

এবার ষাঁড়ের নাম রাখা হলো ‘পদ্মা সেতু’। ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খামারে
বঙ্গোপসাগরে ৬৫ দিনের মৎস আহরণ বন্ধ বিষয়ক এক সেমিনারে বক্তাগণ দেশের মৎস্যম্পদ সমৃদ্ধ করনের পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে আরো সচতনতার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল মঙ্গলবার বরিশালের মৎস্য ভবনে এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন মৎস্য অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক আনিচুর রহমান তালুকদার। অধিদফতরের বরিশাল বিভাগীয় অফিসের সহকারী পরিচালক এএফএম নাজমুস সালেহীন সেমিনারে পাওয়ার পয়েন্টের মাধ্যমে সাগরে ৬৫ দিনের আহরণ নিষেধজ্ঞার ওপর কারিগড়ি বিভিন্ন দিক তুলে ধরেন।
সেমিনারে দেশের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদ ও তার সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে ৬৫ দিনের মৎস্য আহরন নিষেধাজ্ঞার সুফল সম্পর্কেও আলোচনা করা হয়।
সেমিনারে বরিশাল ও পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তাগণ ছাড়াও গণমাধ্যম কর্মী, নৌ-পুলিশ, র্যাব ও কোষ্ট গার্ডসহ মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।