অভিবাসী ক্রসিং নিয়ে আলোচনায় ব্যর্থ বরিস জনসন এবং ম্যাখোঁ
জি৭ শীর্ষ সম্মেলনে বরিস জনসন এবং ইমানুয়েল ম্যাখোঁ ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার অভিবাসীর বিষয়ে আলোচনায় ব্যর্থ হয়েছেন। ব্রিটিশ
নতুন সংসারে স্ত্রীর প্রতি অভিমান করে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে এক যুবক আত্মহত্যা করেছেন। ছয় মাস আগে বিয়ে করেছিলেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।
২৪ বছর বয়সি সমাধান সাবলে নামের যুবকের বাড়ি আওরঙ্গাবাদের মুকুন্দাদি এলাকায়।
মুকুন্দাদি থানার পুলিশ কর্মকর্তা ব্রাহ্ম গিরি বলেন, ‘যুবকের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা আছে, তার স্ত্রী ভাল করে কুঁচি দিয়ে শাড়ি পরতে পারতেন না। ভাল করে হাঁটতে ও কথা বলতেও পারে না।’
পুলিশ জানায়, যুবক সমাধান সাবলে ছয় মাস আগে বিয়ে করেছিলেন।
আত্মহত্যা করা যুবকের স্ত্রীর বয়স তার চেয়ে ছয় বছরের বড় বলেও জানায় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।