সরকারি চাল কালোবাজারিতে চট্টগ্রামে, ট্রাকসহ জব্দ ৩০৩ বস্তা

নগরীতে ট্রাক বোঝাই ৩০৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে সরকারি এসব চাল কালোবাজারিতে
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামে বিকাল ৫টার দিকে বজ্রপাতে জাকারুল ইসলাম (৩৫) নামক এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহত জাকারুলের বাড়ি আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের ইকোরাটিয়া গ্রামে।
তাঁর পিতার নাম আক্ষেপ আলী।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় জাকারুল বুধবার বিকালে বৃষ্টিপাত চলার সময়
শ্বশুরের জমিতে ধান কাটছিলো। এ সময় হঠাৎ একটি বজ্রপাত তার ওপর পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন জাকারুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খালিয়াজুরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের লাশ পরিবহন ও দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।