রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৫৬
মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। রোববার সকাল ৬টা থেকে সোমবার (২৭ জুন)
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) আজ (বুধবার) ব্লচিজ আউটফিটারের সাথে ব্যাংকে প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চুক্তির অধীনে, সমস্ত ইউসিবি ডেবিট/ক্রেডিট/প্রিপেইড কার্ডধারীরা বছরব্যাপী ব্লচিজ আউটফিটারের ওয়েবসাইট blucheez.com.bd থেকে ই-কমার্স পণ্য ক্রয়ের উপর বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবে।
ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এফসিএস এবং ব্লচিজ আউটফিটারের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, ইভিপি ও হেড অফ ন্যাশনাল সেলস অ্যান্ড মার্চেন্ট অ্যাকুইরিং অফ ইউসিবি এবং ব্লচিজ আউটফিটারের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জোশুয়া এডওয়ার্ডস এবং উভয় সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।