ডিএনসিসির ১০ গাড়িচালকের নিয়োগ বাতিল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০ গাড়ি চালকের নিয়োগ বাতিল করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে ভারী গাড়ি চালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ করা ১০ জন গাড়িচালকের তথ্যগত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে বদলী করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত (এপিডি) সচিব মো. আনিছুর রহমান মিঞাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আগামী ৪ জুন থেকে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একই দিন অপর প্রজ্ঞাপনে বর্তমান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নিয়োগ করেছে সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।