নেত্রকোণার মদনে ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের ত্রাণ বিতরণ সম্পন্ন

নেত্রকোণা জেলার মদন উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত শিবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬টি গ্রামের বন্যার্তদের
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাছপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে আনোয়ার পারভেজ (৩৫) নিজ বাড়ি থেকে প্রায় ৫শত ফুট দূরে সেচ মোটরের লাইন সংযোগ দিয়ে গিয়ে তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।