Inqilab Logo

শনিবার, ২৫ জুন ২০২২, ১১ আষাঢ় ১৪২৯, ২৪ যিলক্বদ ১৪৪৩ হিজরী

দূষণে ২০১৯ সালে ২৩ লাখ মানুষের মৃত্যু ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ১২:০২ এএম

দূষণের কারণে ২০১৯ সালে ভারতে ২৩ লাখ মানুষের অকাল মৃত্যু হয়েছে বলে নতুন এক জরিপে দেখা গেছে। ল্যানসেটে প্রকাশিত নতুন গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কেবল বায়ু দূষণের কারণেই প্রায় ১৬ লাখ মানুষের অকাল মৃত্যু হয়েছে। এছাড়া পানি দূষণের কারণে আরও পাঁচ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন প্রকাশিত ল্যানসেট কমিশন অন পলিউশন অ্যান্ড হেলথ শীর্ষক প্রতিবেদনে বিশ্বজুড়ে ৯০ লাখ মানুষের মৃত্যুর জন্য দূষণকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বায়ু দূষণে প্রতি বছর দশ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। বিশ্বের সবচেয়ে বায়ু দূষণ আক্রান্ত দেশের শীর্ষে রয়েছে ভারত। ওই জরিপে দেখা গেছে, দূষণ সংশ্লিষ্ট মৃত্যুর ৯০ শতাংশের বেশি হয়েছে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। এদের মধ্যে ২৩ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু নিয়ে শীর্ষে রয়েছে ভারত এবং দ্বিতীয় অবস্থানে থাকা চীনে মৃত্যু হয়েছে প্রায় ২১ লাখ মানুষের। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০০ সালে প্রথাগত দূষণের কারণে ভারতের জিডিপির ৩.২ শতাংশ ক্ষতি হয়। তারপর থেকে দেশটিতে প্রথাগত দূষণে মৃত্যুর ঘটনা কমে আসে এবং আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করে। তবে এখনও দেশটিতে দূষণের কারণে ক্ষতির পরিমাণ জিডিপির এক শতাংশের আশেপাশে রয়েছে। ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে দূষণের আধুনিক ধরণগুলোর কারণে আর্থিক ক্ষতির পরিমাণ বেড়েছে। শব্দ, রাসায়নিক এবং পারদ দূষণের কারণে ভারতে জিডিপির প্রায় এক শতাংশ ক্ষতি হচ্ছে। বিবিসি।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ