Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে বোরো ফসলের ব্যাপক ক্ষতি

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ৩:১৩ পিএম

বৃহস্পতিবার রাতে ভয়াবহ সর্বনাশা কালবৈশাখী ঝড়ে গফরগাঁও উপজেলা সদরসহ ১৫টি ইউনিয়নে বোরোফসলসহ নানান রকমের ফসলের ব্যাপক ক্ষতি গ্রস্ত হয়েছে । কৃষকদের ঘরে এখন ঘোর অন্ধকার নেমে এসেছে । বিশেষ করে বোরো পাকা ধানের বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে । নিচু এলাকায় অনেক বোরো ফসলসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে । বিগত কয়েক বছরের তুলনায় এবারে বোরো বাম্পার ফলন হয়েছিল । চরআলগী ইউনিয়নের চরমছরন্দ গ্রামের মুক্তিযোদ্ধা মোড়ের স্থায়ী বাসিন্দা মোঃ মুর্শিদ মিয়া জানান , বৃহস্পতিবারের ঘুর্ণিঝড় ও বৃষ্টির ফলে চরএলাকার বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বেশি কৃষকদের ঘরে এখন কান্না ভারী হয়ে উঠেছে । বিশেষ করে বহু গাছপালা পড়ে গেছে । আকাশ একটু মেঘ হলেই পল্লী বিদ্যুৎ চলে যায় । বৃহস্পতিবার হতে শ্রক্রবার (২০ মে) দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি । কবে বিদ্যুৎ আসবে তা বলা মুশকিল । গত কয়েক মাসের তুলনায় গত বৃহস্পতিবার রাতের বৃষ্টি ও ঝড় বেশি হয়েছে । এ ছাড়া বহু গাছপালা উপড়ে পড়ে গেছে । অনেক কাঁচা ঘরবাড়ি ধসে পড়ে গেছে । আম ,কাঠাল ও লিচুসহ অন্যান্য ফলের ক্ষতি হয়েছে । বৃষ্টির ফলে বিভিন্ন জাতের ধানের দাম কমে গেছে । গত বৃহস্পতিবার রাত হতে শুক্রবার দুপুর পর্যন্ত (২০ মে) দুপুর ২টা ৩০মিঃ পর্যন্ত উপজেলাসদর পিডিবি ও গ্রাম এলাকায় পিডিবি ও পল্লী বিদ্যুতের লাইন বিছিন্ন হয়েছে বলে গ্রাহকরা জানান । এতে করে উপজেলাসদর ও ইউনিয়নের পর্যায়ে জনসাধারণের দুর্ভোগ চরমে । বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীদের সংসারে ঘোর অন্ধকার নেমে এসেছে । বিশেষ করে গত কয়েক দিনে ধরে পিডিবির নজিরবিহীন লোড শেডিংয়ে ফলে জনজীবন অচল হয়ে পড়েছে । এ ছাড়াও পিডিবির বিদ্যুৎতের লো-ভোল্টেসের দরুন নানান ধরনের কার্ষক্রম ব্যাহত হচ্ছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালবৈশাখী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ