চেক ডিজঅনার মামলায় শিল্পী আব্দুল মান্নান রানার কারাদণ্ড

চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের দুই মামলায় কণ্ঠ শিল্পী ও ব্যবসায়ী আব্দুল মান্নান রানাকে (৬৫)
ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বড় ভাই দেখতে এসে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা পৌরসভার ৫ নং ওয়ার্ডে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনের বাড়িতে। বৃহস্পতিবার রাত ২ টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ছাল্লেক শাহ ( ৫৫) গ্যাস ফরম করে মৃত্যু বরন করেন। এই খবর শুনে মালিগ্রাম গোরস্থান পড়ায় বসবাসরত বড় ভাই মালেক শাহ (৬৫) ভোর ৬ টার দিকে দেখতে আসেন। ছোট ভাইয়ের মৃত মুখ দেখে তিনিও স্টোক করে ঘটনাস্থলে মারা যান(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন মৃত বড় ভাই মালেক শাহ এর স্ত্রী আকলিমা খাতুন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার সময় কোমলাপুরের ছোট ভাই ছাল্লেক শাহের বাড়ির গেটে দেখাগেছে পাশাপাশি মৃত্যু দু'ভায়ের লাশ দুইটি খাঁটিয়ায় রাখা। আকস্মিক দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ জুম্মা দুই ভাইয়ের জানাজা ও দোয়া শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।