Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সামার হিট ক্যারম শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ৫:৫৪ পিএম

রাজধানী ঢাকা এবং বিভিন্ন জেলার ৬০ জন ক্রীড়াবিদের অংশগ্রহণে শুরু হয়েছে সামার হিট ওপেন ক্যারম চ্যাম্পিনশিপের খেলা। শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামস্থ ক্যারম ফেডারেশন অফিস কক্ষে চার দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মাহমুদুল ইসলাম শামীম। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৪৫ জন পুরুষ ও ১৫ জন নারী তিনটি ইভেন্টে খেলছেন। এগুলো হলো- সিনিয়র পুরুষ এবং সিনিয়র ও জুনিয়র নারী। আশরাফ আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আমরা দেশব্যাপী বিভিন্ন জেলায় টুর্নামেন্ট করেছি। সেখান থেকে বাছাইকৃত খেলোয়াড়রাই খেলছেন এই প্রতিযোগিতায়।’ তিনি যোগ করেন, ‘অক্টোবরে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হবে বিশ^ ক্যারম চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের ড্রেস রিহার্সেল হয়ে যাচ্ছে এই টুর্নামেন্টে।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিট ক্যারম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ