রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর হাতিরঝিল কাঁচা বাজার এলাকায় দ্রুতগামী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মো. রইচ উদ্দিন (৪৬) নিহত হয়েছেন।
বিশিষ্ট লেখক ও কলামিস্ট, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামী সপ্তাহে ঢাকায় আনা হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, গাফফার চৌধুরীর মরদেহ লন্ডনের বারনেট হাসপাতালে সংরক্ষণ করে রাখা হয়েছে। তিনি (৮৮) বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার জুমার নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিক লেন মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে শহীদ আলতাফ আলী পার্কে, যেখানে সর্বস্তরের মানুষ তার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।