Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকা-মাওয়া সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১২:০২ এএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সড়কে মেদিনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ২০১৯ সালের ১৭ জানুয়ারি মো. অন্তর নামে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ ঘটনায় সে সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে। এর প্রেক্ষিতে তখন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পদ্মা সেতু কর্তৃপক্ষ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-মাওয়া সড়কে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, আসামি জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও তিন বছরেও ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। তাই পদ্মা সেতু উদ্বোধনের আগে ফুটওভার ব্রিজ নির্মাণের বাস্তবায়ন চাই। তিনি আরও বলেন, প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা রাস্তা পারাপার হচ্ছে। স্থানীয় বাসিন্দা নাসির খান জানান, ফুটওভার ব্রিজ না থাকায় দুই-তিন কিলোমিটার ঘুরে বিদ্যালয়ে দুশ’ শিক্ষার্থীকে যাতায়াত করতে হচ্ছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে আমরা বিদ্যালয়ের সামনের সড়কে ফুটওভার ব্রিজ দেখতে চাই। নিহত শিক্ষার্থী অন্তরের মা পাখি আক্তার বলেন, আমার সন্তানের মতো আর যেন কারো মায়ের সন্তানের এ রকম মর্মান্তিক মৃত্যু না হয়। তাই আমিও চাই বিদ্যালয়ের সামনের সড়কে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ হোক। কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকেরা বলেন, আজ শুধু মানববন্ধন করেছি, পদ্মা সেতু উদ্বোধনের আগে ফুটওভার ব্রিজ নির্মাণ করা না হলে ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করা হবে। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানান, বিদ্যালয়টির সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়ে যৌক্তিকতা যাচাই করণে সড়ক ও জনপথ বিভাগ ও পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কথা বলবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ