ময়মনসিংহ থেকে পায়ে হেঁটে বঙ্গবন্ধুর কবর জিয়ারতে

ময়মনসিংহের ফুলপুর থেকে হেঁটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার
ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার (২১ মে) সকালে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের চাকলাপাড়ায় এ কর্মসূচীর আয়োজন করে ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি’র শিক্ষার্থীরা। সকাল ১১ টা থেকে তারা ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। তাদের দাবী ওই সড়ক গতিরোধক না থাকার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। সেই সাথে বেপরোয়া গাড়ী চলাচল করছে। তাই আইএইচটির সামনে গতিরোধক স্থাপনসহ সড়কে বেপরোয়া গাড়ী চলাচল বন্ধের দাবী জানান। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে হরিণাকুন্ডুগামী সকল প্রকার যানবাহন। এতে ভোগান্তীতে পড়ে সড়কের চলাচলকারীরা। পরে পুলিশ এসে আশ^াস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।