Inqilab Logo

সোমবার, ২৭ জুন ২০২২, ১৩ আষাঢ় ১৪২৯, ২৬ যিলক্বদ ১৪৪৩ হিজরী
শিরোনাম

এ বছরই মুক্তি পাবে বীরত্ব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ১২:০২ এএম

২০২০ সালে সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমার কাজ শুরু হয়। করোনার কারণে নির্মাণ ও মুক্তির বিষয়টি ব্যাহত হয়। সম্প্রতি সিনেমাটি শুটিং শেষ হয়েছে। এ বছরই সিনেমাটি মুক্তি দেয়া হবে। এতে জুটি হয়ে অভিনয় করেছেন ইমন ও সালওয়া। সাইদুল ইসলাম রানা বলেন, ‘দর্শকদের ভালো সিনেমা উপহার দিতে চেষ্টার কমতি রাখছি না। সম্পূর্ণ মৌলিক গল্পের বাণিজ্যিক সিনেমা এটি। গতানুগতিক ধারার সিনেমা থেকে একটু আলাদা। চিত্রনায়ক ইমন বলেন, ‘দর্শক এ সিনেমায় যেমন নতুন গল্প পাবেন, তেমনি চমৎকার লোকেশনও দেখবেন। কোনো ধরনের সেট নির্মাণ করে এর শুটিং হয়নি। বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং হয়েছে। সিনেমায় মফস্বল শহরের নানা বিষয়, যৌনপল্লী, সেখানকার মানুষের জীবনসহ আরো কিছু সামাজিক বিষয় সিনেমাটিতে তুলে ধরা হয়েছে। পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজে। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। আরও অভিনয় করেছেন বড়দা মিঠু,আহসান হাবীব নাসিম, ইন্তেখাব দিনার, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে। পিং পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তি পাবে বীরত্ব
আরও পড়ুন