Inqilab Logo

শুক্রবার, ০১ জুলাই ২০২২, ১৭ আষাঢ় ১৪২৯, ০১ যিলহজ ১৪৪৩ হিজরী

এক বেলা কম খাচ্ছে যুক্তরাজ্যের মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ১২:০২ এএম

রুশ ইউক্রেন যুদ্ধ শুর হওয়ার পর থেকে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এতে বাদ যায়নি উন্নত দেশগুলোও। এর মধ্যে সবচেয়ে নাজুক পরিস্থিতি যুক্তরাজ্যের। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশটিতে মূল্যস্ফীতির হার ৪০ বছরের মধ্যে সর্ব্বোচ্চ। ইপসোস নামের জরিপ সংস্থার এক জরিপের বরাত দিয়ে বার্তা সংস্থা এক প্রতিবেদন প্রকাশ করে। জরিপ বলছে, নিত্যপণ্যের দাম বাড়ায় চরম সংকটে দেশটির সাধারণ মানুষ। দেশটির ২৫ শতাংশ মানুষ কোনো কোনো বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন। এমনকি জীবনযাপন খরচ বেড়ে যাওয়ায়, হিটিং মেশিন পর্যন্ত ব্যবহার করতে পারছে না প্রতি তিনজনের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক। মূল্যস্ফীতি নিয়ে দেশটিতে উদ্বেগ এখন গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। জরিপে অংশ নেওয়া বেশির ভাগ মানুষ আগামী ছয় মাসে নিত্যপণ্যের মূল্য আরও বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন। রয়টার্স। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ