কক্সবাজারে আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কক্সবাজার সদরের খুরুশকুলে ইউনিয়ন আওয়ামীগের সম্মেলন থেকে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (৩ জুলাই) মাগরিবের আজানের সময়
ময়মনসিংহের তারাকান্দার বিসকা ইউনিয়নে নিজের পোষা পাখির জন্য ঘাস ফড়িং ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শরীফ ওরফে রানা নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার বিসকা ইউনিয়নের ঘিটুয়ারী গ্রামে।
জানা যায়, ময়মনসিংহের সদর কোতোয়ালী থানাধীন রাঘবপুর গ্রামের মো. রহুল আমিনের কিশোর পুত্র শরীফ ওরফে রানা।
তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামে মামার বাড়িতে থাকাবস্থায় খোলা মাঠে তার পোষা পাখির জন্য ঘাস ফড়িং ধরতে গিয়ে পড়ে থাকা সচল খোলা বিদ্যুতের তারে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।