Inqilab Logo

শনিবার, ২৫ জুন ২০২২, ১১ আষাঢ় ১৪২৯, ২৪ যিলক্বদ ১৪৪৩ হিজরী

কথিত গণকমিশনের শ্বেতপত্র রাষ্ট্রদ্রোহিতার শামিল

বিবৃতিতে বৃটেনের শতাধিক উলামায়ে কেরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১০:২৭ পিএম

ঘাদানিকদের মনোনীত কথিত গণকমিশন বাংলাদেশের খ্যাতিমান ১১৬ জন আলেম এবং এক হাজার মাদরাসার বিরুদ্ধে সন্ত্রাস জঙ্গীবাদ ও দুর্নীতির মিথ্যা অভিযোগ দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৃটেনের শতাধিক বিশিষ্ট উলামায়ে কেরাম। আজ শনিবার এক বিবৃতিতে তাঁরা বলেন, তথাকথিত গণকমিশন তদন্তের নামে যে শ্বেতপত্র দাখিল করেছে তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা তথ্যে ভরপুর এবং দেশের বরেণ্য উলামায়ে কেরামকে বিতর্কিত ও হেয়প্রতিপন্ন এবং বাংলাদেশ থেকে ইসলামকে সমূলে উৎপাটিত করার গভীর ও সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ। এসব ইসলাম বিদ্বেষীদের কথিত শ্বেতপত্র প্রকাশ আইনের সুষ্পষ্ট লঙ্ঘন এবং চরম ধৃষ্ঠতা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল। খেলাফত মজলিস বৃটেন শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

উলামায়ে কেরামগণ বলেন, সরকার নিয়োজিত কোন সংস্থা ছাড়া অন্য কারো পক্ষে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে তদন্ত করার আইনগত কোন অধিকার নেই। তারা এসব মতলববাজ দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। বিবৃতিদাতা উলামায়ে কেরামেরগণ হলেন, শায়খ মাওলানা আসগর হোসাইন,শায়খুল হাদীস মুফতি আব্দুল হান্নান, শায়খ হাফিজ মাওলানা শামসুল হক, শায়খ মাওলানা জমশেদ আলী, শায়খ মাওলানা তরিকুল্লাহ,শায়খুল হাদীস মুফতি আবদুর রহমান, হাফিজ শায়খ সৈয়দ ইমাম উদ্দীন, মাওলানা শায়খ এখলাছুর রহমান, মুফতি জিল্লুল হক, মাওলানা আশরাফ আলী শিকদার, শায়খ মাওলানা আব্দুল জলীল, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, ইমাম মাওলানা ফরীদ আহমদ খান, মাওলানা শোয়াইব আহমদ, শায়খুল হাদীস মাওলানা রেজাউল হক, শায়খ মুফতি সাইফুল ইসলাম, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা সৈয়দ আশরাফ আলী, শায়খ মাওলানা আব্দুল আজীজ সিদ্দিকী, মাওলানা হামিদুর রহমান হেলাল, মাওলানা সৈয়দ মোশাররফ আলী, হাফিজ মাওলানা সৈয়দ তাসাদ্দুক আহমদ, মাওলানা গোলাম কিবরিয়, মুফতি আব্দুল মুনতাকিম, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা এমদাদুর রহমান মাদানী, মাওলানা আবদুস সালাম, মাওলানা শওকত আলী মুফতি তাজুল ইসলাম, আলহাজ মাওলানা আতাউর রহমান, হাফিজ মাওলানা হাসান নূরী চৌধুরী, ক্বারী আব্দুল মুকিত আজাদ, শায়খ মাওলানা ইয়াহইয়া, মাওলানা এখলাছুর রহমান বালাগন্জী, মাওলানা আবদুর রব ফয়েজী, শায়খ মাওলানা শামসুদ্দিন, মুফতি হাবীব নূহ, মাওলানা ফখরুদ্দীন সাদিক, মাওলানা আবদুর রহমান, মাওলানা শাহ আমিনুল ইসলাম, হাফিজ মাওলানা আব্দুল কাদির, হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, হাফিজ মাওলানা সালেহ আহমদ, মাওলানা শাহনূর মিয়া, মুফতি মাওসুফ আহমদ, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা সৈয়দ তামিম আহমদ, মুফতি সালেহ আহমদ, মাওলানা মামনূন মহিউদ্দীন, খতীব তাজুল ইসলাম, হাফিজ মাওলানা নজির উদ্দীন, মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা এনামুল হাসান ছাবীর, হাফিজ জালাল উদ্দিন, শায়খ মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা জাহাঙ্গীর খান, মাওলানা সালেহ আহমদ হামিদী, মাওলানা আ ফ ম শোয়াইব, মাওলানা আব্দুল করীম মামরখানী, হাফিজ মাওলানা আব্দুল আউয়াল, হাফিজ মাওলানা কামরুল হাসান খান, হাফিজ মাওলানা এনামুল হক, হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, মুফতি আজিম উদ্দীন, মাওলানা সৈয়দ নাইম আহমদ, মাওলানা তায়ীদুল ইসলাম, মুফতি মুতাহির সিদ্দিক, মাওলানা সাদিক আহমদ,মাওলানা নজিরুল ইসলাম, মাওলানা আশফাকুর রহমান, মাওলানা গোলাম মোহাইমিন ফরহাদ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, হাফিজ মাওলানা সাদিকুর রহমান, মাওলানা শামছুল আলম কিয়ামপূরী, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা খালিদ আহমদ, মুফতি জুনায়েদ আহমদ, মাওলানা আতাউর রহমান জাকির, হাফিজ মাওলানা আব্দুল হক, মুফতি মাসরুর আহমদ বুরহান, মুফতি ছাফির উদ্দীন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আবদুর রহমান, মাওলানা নোমান উদ্দিন, মুফতি শামীম মোহাম্মাদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান, মুফতি আবদুর রাজ্জাক, হাফিজ মাওলানা ইউসুফ সালেহ, হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, হাফিজ জিয়াউদ্দীন, মাওলানা আব্দুল হক, হাফিজ মাওলানা রশীদ আহমদ নোমান, মাওলানা নাজমুল হাসান, মাওলানা অলিউর রহমান, মুফতি ফয়জুর রহমান, হাফিজ মাওলানা রশীদ আহমদ, হাফিজ মাওলানা হাবীবুর রহমান, মুফতি বুরহান উদ্দীন, হাফিজ মাওলানা ইলিয়াস, মাওলানা মাহফুজ আহমদ, হাফিজ মাওলানা মাসুম আহমদ, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা মোখতার হোসাইন, মাওলানা মাসুম আহমদ, মাওলানা আনিছুর রহমান, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মাশুকুর রশীদ, মাওলানা মইনুদ্দিন খান, মাওলানা জাবির আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন, হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ, হাফিজ মাওলানা মুশতাক আহমদ, মাওলানা নফায়েস আহমদ বরকতপূরী, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা ব্যারিষ্টার হাবিবুল্লাহ. মাওলানা সৈয়দ রিয়াজ আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, হাফিজ মাওলানা আব্দুল কাইয়ূম, হাফিজ মাওলানা খালেদ আহমদ, মাওলানা মুতাসিম বিল্লাহ, হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, মাওলানা কাওসার আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, মাওলানা আশরাফুল, মাওলানা ফজলুল হক কামালী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা আজহারুল ইসলাম, হাফিজ মাওলানা ওবায়েদ উল্লাহ, মাওলানা আবুল কালাম, শায়খ মাওলানা সৈয়দ মশহুদ হোসেন, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আওলাদ হোসেন, হাফিজ মাওলানা আশরাফ চৌধুরী, মুফতি নূরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা ওবায়েদ উল্লাহ শামীম, মাওলানা জহীর উদ্দিন, মাওলানা তাহমিদ আজীজ, মাওলানা আব্দুল খালিক শাহেদ, মাওলানা আনওয়ার হোসাইন, হাফিজ মুশতাক আহমদ, মাওলানা ফখরুদ্দিন বিশ্বনাথী, মাওলানা মোহাম্মাদ শাহজাহান, মুফতি সালাতুর রহমান মাহবুব, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মিফতাহুর রহমান, মাওলানা ফুজায়েল আহমদ নাজমুল, মাওলানা মোহাম্মাদ আল আমীন, মাওলানা শামছুল হক ছাতকী, হাফিজ মিফতাহুর রহমান, মাওলানা আবুল কাসেম, হাফিজ মনসুর আহমদ রাজা, হাফিজ মাওলানা নাসির উদ্দিন আহমদ, হাফিজ সাদিকুল ইসলাম, হাফিজ মাওলানা নাজমুল হক, হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাসুম, মাওলানা এনাম উদ্দিন, মাওলানা শেখ রুম্মান আহমদ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ মাওলানা মন্জুরুল হক, মাওলানা আমীরুল ইসলাম, ক্বারী মাওলানা আব্দুল জলীল, মাওলানা বুরহান উদ্দিন, হাফিজ মাওলানা হোসাইন আহমদ, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা জাকারিয়া আহমদ, হাফিজ শাহির উদ্দিন, মাওলানা নোমান উদ্দিন, হাফিজ মাওলানা নোমান হামিদী, হাফিজ মোহাম্মাদ আলী, মাওলানা বেলাল আহমদ, মাওলানা শাহেদ আহমদ, মাওলানা মারুফ আহমদ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা সৈয়দ ফয়েজ আহমদ, মাওলানা মহীউদ্দিন খান, হাফিজ মাওলানা ইসলাম উদ্দীন, হাফিজ মাওলানা আসাদ আহমদ, মাওলানা ফখরুল ইসলাম ও মাওলানা নাজমুল হক জাহেদ।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected] 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ