খুলনায় কেসিসি’র পশুর হাট উদ্বোধন করলেন মেয়র
.jpg)
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাট শুরু
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে শাহনাজ বেগম (৫৯) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। ওই নারী হাজতি পাবনার জেলার সুজানগর থানার নামাপাড়া এলাকার রাজ্জাক মিয়ার স্ত্রী। শনিবার বিকেলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ্ মোঃ শরীফ জানান, কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে হাজতি শাহনাজ বেগম। পরে বিকেল পৌনে ৪টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বিকেল ৫টার দিকে হাজতি শাহনাজ বেগমকে মৃত ঘোষণা করে। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানার মামলা নং-৬(৪)১৬, ধারা-নারী শিশু নির্যাতন আইনের ৫(১) রুজু ছিল। মরদেহ ওই হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।