কিয়েভকে শান্তির কথা বলতে দিচ্ছে না পশ্চিমারা
পশ্চিমারা বর্তমানে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বাজি ধরছে, ওয়াশিংটন কিয়েভকে শান্তির কথা ভাবতে বা কথা বলার অনুমতি দেয় না, রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি তার প্রথম রাষ্ট্রীয় সফরে চীন গেছেন। দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাই তার সফরের উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির আমন্ত্রণে বিলাওয়াল চীন গেছেন। গত মাসে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় সফর।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল গুয়াংঝুতে অবতরণ করেন। এ দিন ছিল পাকিস্তান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকী।
বিলাওয়াল এক টুইটে বলেন, তিনি চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে পাকিস্তান-চীন সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। সূত্র : জিও নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।