Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইমরানের হিন্দী গান ও ভিডিও

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ১২:০২ এএম

সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল হিন্দী ভাষার মৌলিক গান গেয়েছেন। গানটির শিরোনাম নাম ‘ম্যানু দাস্তু’। মুম্বাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালিগ্যান্ট আই মিউজিক থেকে ২৭ মে প্রকাশিত হচ্ছে গানটির ব্যয়বহুল মিউজিক ভিডিও। রজতের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন যৌথভাবে রাহুল ও অঞ্জন। ভিডিওতে অভিনয় করেছেন নন্দনী শর্মা ও অনুজ সাইনি। ইমরান বলেন, গানটি রেকর্ড করেছি ৬ মাস আগে। তখনই ভিডিওটির জন্য মুম্বাই যাওয়ার কথা ছিলো। করোনার কারণে যাওয়া হয়নি। ইমরান জানান, অ্যালিগ্যান্ট আই মিউজিক বেশ নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান। তারা মূলত হিন্দি ও পাঞ্জাবি গান প্রডিউস করে। সনু নিগম, পলক মুচ্ছাল, সালমান আলিদের গান নিয়মিত প্রকাশ করে প্রতিষ্ঠানটি। হিন্দী গান গওয়া নিয়ে ইমরান বলেন, পৃথিবী এখন একেবারেই উন্মুক্ত। বিশ্বজুড়ে কাজের সুযোগ রয়েছে। এ সুযোগ ধরেই মুম্বাইয়ের এই প্রস্তাবটি পাই। আমি স্বপ্ন দেখি আরও অনেক ভাষায় গাওয়ার। আমি যেখানে যা গাইবো, সেটাই বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ