রাজবাড়ীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় একজনকে ফরিদপুর
সাতক্ষীরায় জরাজীর্ণ প্রাচীরের ধারে বসে মোবাইলে গেম খেলার সময় প্রাচীর ভেঙে পড়ে ইয়াসিন আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার (২৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী পলাশপোল এলাকার ইমান আলী সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইয়াসিন আলী তার আরো তিন বন্ধুকে সাথে নিয়ে সাতক্ষীরা শহরের নবজীবন ইনস্টিটিউটের পাশে একটি জরাজীর্ণ প্রাচীরের ধারে বসে মোবাইলে গেম খেলছিল। এসময় হঠাৎ ওই প্রাচীর ভেঙে তাদের গায়ের উপর পড়ে। এতে ইয়াসিন আলীসহ তার অপর তিন বন্ধু আহত হন। গুরুতর আহত ইয়াসিনকে হাসপাতলে নেয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত অধিকারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।