ভারতে আশ্রয় নেয় আসামি পিন্টু
দিনাজপুরের উদ্দেশে যাওয়ার সময় ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকারিয়া
রাজশাহীর মোহনপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুনকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার জাহানাবাদ ইউপির কোটালীপাড়া গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোটালীপাড়া গ্রামের একটি নির্মাণধীন ফ্ল্যাটের ভিতরে কৌশলে শিশুটিকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ সদস্যরা ভিকটিম শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ধর্ষক একই গ্রামের ইসরাইলের ছেলে রিফাত হোসেন (১৫) কে আটক করে থানা হেফাজতে নেয়। মোহনপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিম শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করিয়েছি। এছাড়াও ভিকটিম শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে আমরা একজনকে আটক করেছি। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।