জামিন পেলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়

ফেসবুক লাইভে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্যের
এ বছর কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যাভিলিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের আত্মজীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেইলর উদ্বোধন করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা স্যাম বেনেগাল। ট্রেইলর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আমরা পরিকল্পনা করছি, আগামী বছর এ উৎসবের সিনেমা বাজার মার্শে দু ফিল্মে বাংলাদেশের একটি স্টল থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতা ও সবার মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ কারণেই কান উৎসবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে আমরা অংশ নেব। মন্ত্রী বলেন, আমরা মেধাবী নির্মাতাদের আমরা শর্ট ফিল্ম, পূর্ণ দৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিচ্ছি। সেই অনুদানে নির্মিত অনেক সিনেমা দেশে যেমন জাতীয় পুরস্কার পেয়েছে, তেমনি আনর্ত্জাতিক অঙ্গনেও সম্মাননা ও পুরস্কার অর্জন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।