গাড়িও যাত্রী নেই ঘাটে, সংসার চলবে কেমনে

পদ্মা সেতু উদ্বোধনে দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর
লক্ষ্মীপুরের রায়পুরে মাছ শিকার করতে গিয়ে মফিজ উল্ল্যাহ মানিক (৫৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।
মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বশির উল্যা পন্ডিত বাড়ির পাশে এ ঘটনা ঘটে। মফিজ উল্ল্যাহ মানিক ওই বাড়ির মৃত হাবিব উল্যা মিয়াজীর ছেলে। তিনি পেশায় কৃষক তবে মাঝে-মধ্যে রাতে তিনি মাছ শিকার করতেন তিনি।
স্বজনরা জানান, প্রতিদিনের মত মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মফিজ উল্যা মানিক বৃষ্টির মধ্যে মাছ শিকারের জন্য টেটা হাতে নিয়ে বের হন। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। স্বজনরা তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মফিজ উল্ল্যা মানিককে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।