নেত্রকোণার মদনে ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের ত্রাণ বিতরণ সম্পন্ন

নেত্রকোণা জেলার মদন উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত শিবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬টি গ্রামের বন্যার্তদের
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সৌদি আরব প্রবাসী এক ব্যক্তির নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে এক দল ডাকাত। বুধবার দুপুরে আড়াইহাজার থানায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগ দেন। রফিকুল ইসলাম উপজেলার ব্রাহ্মণবাড়িয়ার দাশগোনা এলাকার দুদু মিয়ার ছেলে।
লিখিত অভিযোগে রফিকুল ইসলাম উল্লেখ করেন, আমি সৌদি আরব প্রবাসী। ২৪ মে সন্ধ্যায় দেশে ফিরে এয়ারপোর্টে থেকে ভাড়া করা গাড়িতে নিজ বাড়িতে যাওয়ার রাস্তায় রাত ৯ টায় আড়াইহাজার উপজেলার উচিৎপুরা এলাকায় বেলায়েত কলেজের সামনে অজ্ঞাত পরিচয় ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল গাড়ির গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, ৪ টি মোবাইল এবং একটি লাগেজ ব্যাগ, পাসপোর্ট সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মোজ্জামেল হক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।