Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জিম্বাবুয়েতে নামিবিয়ার ইতিহাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ১২:০৮ এএম

প্রথম চার ম্যাচ শেষে সিরিজে ছিল ২-২ সমতা। দুই দলের জন্য তাই শেষ ম্যাচটি হয়ে উঠেছিল অলিখিত ফাইনাল। পুঁজি ছিল অল্প। বোলিংয়ে তাই নামিবিয়াকে করে দেখাতে হতো দারুণ কিছু। সেটিই করলেন ডেভিড ভিসা, গেরহার্ড এরাসমাসরা। জিম্বাবুয়েকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের উচ্ছ¡াসে ভাসল নামিবিয়া। গতপরশু বুলাওয়ায়োতে নামিবিয়া জিতেছে ৩২ রানে। ১২৭ রানের পুঁজি নিয়ে স্বাগতিকদের গুটিয়ে দেয় তারা ৯৫ রানে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা নামিবিয়া পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় এটি।
টস হেরে ব্যাট করতে নেমে ৩১ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরুর ইঙ্গিত দেন নামিবিয়ার দুই ওপেনার ক্রেইগ উইলিয়ামস ও মাইকেল ফন লিনগেন। কিন্তু এ জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারায় তারা। পরের চার ব্যাটসম্যান যেতে পারেননি দুই অঙ্কে। উইলিয়ামস ৩৯ বলে ৫ চারে সর্বোচ্চ ৪৮ রান করে হন ম্যাচের সেরা। শেষ দিকে রুবেন ট্রাম্পেলমানের ১৪ বলে একটি করে চার-ছক্কায় অপরাজিত ১৯ রানের সৌজন্যে ৮ উইকেটে ১২৭ রান করতে পারে নামিবিয়া। সিকান্দার রাজা, লুক জঙ্গুয়ে ও ওয়েসলি মাধেভেরে নেন ২টি করে উইকেট।
এই ম্যাচে জিম্বাবুয়ে পায়নি নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনকে। অভিজ্ঞ এই ক্রিকেটারের অনুপস্থিতি বেশ ভালোভাবেই অনুভব করেছে তারা। রান তাড়ায় ২৭ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ৭ রানে শেষ ৪ উইকেট হারিয়ে পাঁচ বল বাকি থাকতে একশর আগে অল আউট হয়ে যায় স্বাগতিকরা।
২০১৯ সালের পর এই সিরিজ দিয়ে দলে ফেরা টনি মুনিয়োঙ্গা করেন সর্বোচ্চ ২৮ রান। সপ্তদশ ওভারে তাকে বোল্ড করে দেন ভিসা। সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ৪ ওভারে ১৭ রান দিয়ে উইকেটটি নেন। দলের সেরা বোলার অবশ্য এরাসমাস। এই অফ স্পিনার ৩ ওভারে ¯্রফে ৯ রান দিয়ে নেন ২ উইকেট। ইয়ান ফ্রাইলিঙ্কের প্রাপ্তিও ২টি, ২৫ রান দিয়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিম্বাবুয়ে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ