সুন্দরগঞ্জে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার দুপুরে উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনি গ্রামে ঘটেছে। মৃত আহসান
মীরসরাইয়ে মো. হারুন (৩৫) নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুন খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালক সালা উদ্দিন ও রাজমিস্ত্রি হারুনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সালা উদ্দিন হারুনকে ধারালো দা দিয়ে কোপ দেয়। এরপর স্থানীয়রা হারুনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং পরে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, আমরা ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসেছি। এখনো কেউ থানায় মামলা করেনি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।