খুবি হলের পাশে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের পার্শে নয়ন(২৩) নামক এক যুবক কে ধারালো
সাতক্ষীরা সংবাদদাতা : ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের প্রবেশের পথে সীমান্তের কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত গরু রাখাল মোমিন মোল্লার (২৮) মৃতদেহ নিয়ে গেছে বিএসএফ।
সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের জয়নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তার মৃতদেহ নিয়ে যায়।
মোমিন মোল্লা বৈকারী গ্রামের হারান মোল্লা ছেলে।
বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, মোমিন দু’দিন আগে ভারতে গরু আনতে যায়। গরু না পেয়ে সোমবার দেশে ফিরছিল সে। ফেরার পথে সীমান্তের কাঁটাতারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তার মৃতদেহ বিএসএফ নিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।