বিশ্ব মূল্যস্ফীতির বোঝা জনগণের কাঁধে চাপাইনি : ইমরান খান
পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারপারসন ইমরান খান বলেছেন যে, পিটিআই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কঠোর শর্ত, দুর্বল অর্থনীতি এবং কোভিড-১৯ সত্ত্বেও বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির বোঝা জনগণের কাছে
নাইজার সরকার বুধবার জানিয়েছে, লেক শাদে একটি দ্বীপপুঞ্জে রাতে সেনা অভিযানে বোকো হারামের ৪০ জিহাদি নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোকো হারামের প্রায় একশ’ যোদ্ধা কাঠের তৈরি চারটি বড় ডোঙ্গা এবং অস্ত্র ভর্তি একটি স্পীডবোটে করে এসে লেক শাদ দ্বীপপুঞ্জে সৈন্যদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা চালায়। মন্ত্রণালয় জানায়, সেখানে সৈন্যদের পাল্টা অভিযানে অনেক হামলাকারী নিহত হওয়ায় বাকিরা বাধ্য হয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি অভিযানে প্রায় ৪০ যোদ্ধা নিহত হয় এবং সেখান থেকে গোলাবারুদ ও বিস্ফোরকের পাশাপাশি অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।