গণতদন্ত কমিশনের টাকার উৎস জানতে চেয়েছেন কাজী ফিরোজ রশীদ
-(18).jpg)
দেশের ১১৬ জন প্রখ্যাত আলেমের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া গণতদন্ত কমিশনের টাকার উৎস সম্পর্কে জানতে চেয়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর বিএনপি।
শুক্রবার (২৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। এক পর্যায়ে প্রেসক্লাব এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাবেশের কারণে প্রেস ক্লাবের সামনের দুই পাশের রাস্তা বন্ধ রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে উপস্থিত আছেন ঢাকা দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।