Inqilab Logo

রোববার, ২৬ জুন ২০২২, ১২ আষাঢ় ১৪২৯, ২৫ যিলক্বদ ১৪৪৩ হিজরী

৬৫দিনের নিষেধাজ্ঞা, নোয়াখালীর হাতিয়ায় ১৭ জেলেকে অর্থদন্ড

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১২:০২ পিএম

সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ৬৫দিনের চলমান নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ায় একটি ট্রলারসহ ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৩০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

শুক্রবার জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।

কোস্টগার্ড জানায় , গত ২০ মে থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য কাজ করছে তারা। সমুদ্রে টহলরত অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় একটি ট্রলারসহ ১৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ তাদের সবাইকে ১০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অর্থদন্ডের টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থদন্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ