সরকারি খরচে যানবাহন কেনায় নিষেধাজ্ঞা

বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সব ধরনের যানবাহন কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। গতকাল রোববার (৩
দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইশা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের কেশরভাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। এঘটনায় উত্তেজিত জনতা আধাঘন্টাব্যাপি পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু পাশে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
প্রত্যক্ষদর্শী অনিক জানায়, সকাল ১১টার দিকে চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৯০) সৈয়দপুর থেকে পার্বতীপুরের দিকে আসছিলো। এসময় পথচারী পার্শ্ববর্তী লক্ষ¥নপুর পাঠানপাড়া গ্রামের মনার ছেলে ইশা কে চাপা দেয়। এসময় ট্রাকের পিষ্ট হয়ে তার শরীর দ্বি-খন্ডিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক আটক করতে সক্ষম হন। পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায়ের নেতৃত্বে পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীরা লাশ উদ্ধার করে। প্রায় আধাঘন্টা পর পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।