Inqilab Logo

রোববার, ০৩ জুলাই ২০২২, ১৯ আষাঢ় ১৪২৯, ০৩ যিলহজ ১৪৪৩ হিজরী
শিরোনাম

বিষপানে দুমেয়ের মৃত্যু মা-ছেলে চিকিৎসাধীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১২:০৩ এএম

প্রবাসী স্বামী প্রায় সাত মাস বাড়িতে কোনো টাকা পাঠাননি। অর্থাভাবে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। অভাবের তাড়নায় ৩ সন্তানকে বিষ খাইয়ে, নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ভারতের বীরভূমের এক গৃহবধূ। বিষ পানে মৃত্যু হয়েছে দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে। পুলিশ জানিয়েছে, পশ্চিবঙ্গের বীরভূম জেলার কালীনগরে একই পরিবারের ৪ সদস্য বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। এদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, সেরিনা বিবির শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের সুন্দরপুর। স্বামী হোসেন শেখ প্রায় ৫ বছর ধরে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন। কিন্তু প্রায় ৭ মাস বাড়িতে কোনো টাকা পাঠাননি তিনি। এ নিয়ে ফোনে স্বামী-স্ত্রীর ঝগড়া হতো বলে প্রতিবেশীরা জানায়। শুক্রবার সন্ধ্যায় ছেলেমেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও বিষপান করেন সেরিনা। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় দুই মেয়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবিপি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ