দেবে গেছে উদ্বোধনের আগেই

নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। নওগাঁর ঢাকা রোড থেকে শুরু করে রাণীনগর
গফরগাঁও উপজেলার পল্লীতে ঝড়ে গাছ পড়ে অটোযাত্রী সালমা (৩২) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার যশরা ইউনিয়নের মুক্তাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সালমা মিজানুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।
নিহত খাতুন গফরগাঁও থেকে সেলাই মেশিন, গ্যাসের সিলিন্ডার কিনে অটোরিক্সা করে বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রাত আনুমানিক ৯টার সময় অটোবিকশাটি শেখবাজার থেকে আঠারোদানা সড়কের মুক্তারপাড়া গ্রামে পৌছার পর ঝড়ের কবলে পড়ে। এসময় রাস্তার পাশের কৃঞ্চচূড়া গাছের ডাল ভেঙে অটো রিকশার উপর পরে। এতে সালমা ঘটনাস্থলেই মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।