Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশে স্বাস্থ্য বীমা চালু করা জরুরি : প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ মোট মৃত্যুর ৩০ শতাংশ হৃদরোগে : প্রফেসর ডা. এস এম মোস্তফা জামান

জাতীয় প্রেসক্লাবে হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০৩ এএম

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বীমা চালু করা জরুরি। জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ এ আয়োজনে প্রফেসর এবিএম আব্দুল্লাহ বলেন, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে দ্রুততম সময়ে চিকিৎসা না দিতে পারায় অনেক সময় রাস্তায় মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগের চিকিৎসা কেন্দ্রগুলো শহর বা বিভাগ কেন্দ্রিক না হয়ে জেলা শহরে বা প্রত্যন্ত অঞ্চলে হওয়া উচিত। এতে এসব অঞ্চলের লোকজন দ্রুত এবং সঠিক চিকিৎসা পাবে এবং মৃত্যুর হার অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। 

গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত ‘হৃদরোগ প্রতিরোধের চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এবিএম আব্দুল্লাহ এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘হৃদরোগ প্রতিরোধে চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক আলোচনায় গবেষণাপত্র উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের প্রফেসর ও বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ডা. এস এম মোস্তফা জামান। 

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, উপ-কমিটির স্বাস্থ্য ও সদস্য কল্যাণ বিষয়ক সম্পাদক বখতিয়ার রাণা প্রমুখ। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই হার্ট ক্যাম্পে তিন শতাধিক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা দেয়া হয়। হার্ট ক্যাম্পে ব্লাড প্রেসার পরিমাপ, রক্তের গ্লুকোজ পরিমাপ, লিপিড প্রোফাইল, ইসিজি পরীক্ষাসহ চিকিৎসা বিষয়ক নানা পরামর্শ দেয়া হয়। হার্ট ক্যাম্পের সহযোগীতায় ছিলো ল্যাব এইড। 

প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ হৃদরোগকে নীরব ঘাতক হিসেবে উল্লেখ করে বলেন, হৃদরোগ বিশ্বের এক নম্বর ঘাতক ব্যাধি। তিনি হৃদরোগ চিকিৎসা সহজলভ্য এবং এর ব্যয় কমানোর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বুকে ব্যথা হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেয়ার উপদেশ দেন। 

মূল প্রবন্ধে প্রফেসর এস এম মোস্তফা জামান হৃদরোগ প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলার করণীয় বিষয়ে বলেন, বাংলাদেশ প্রতি বছর ৫ লাখ ৭২ হাজার ৬ শত মানুষের মৃত্যু হয়। অসংক্রামক ব্যাধির কারণে, যারা মধ্যে ৩০ শতাংশ মৃত্যু হৃদরোগের কারণে। হৃদরোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধ সহজ। হৃদরোগ প্রতিরোধযোগ্য। প্রতিটি নাগরিকের হৃদরোগের আধুনিক চিকিৎসার সুযোগ তৈরিতে কর্মকৌশল নির্ধারণ করতে হবে। এ ছাড়া ধূমপান বর্জন করতে হবে। সাদাপাতা, জর্দা পরিহার করতে হবে। চর্বি যুক্ত খাদ্য পরিহার করতে হবে। নিযমিত হাঁটাহাটি এবং ব্যায়াম করতে হবে। একই সঙ্গে দেশেই হৃদরোগের শতভাগ চিকিৎসা করানো সম্ভব বলেন তিনি। 

ওয়াল্ড হার্ট ফাউন্ডেশনের তথ্য উল্লেখ করে এস এম মোস্তফা জামান জানান, বিশ্বে প্রতিবছর অসংক্রামক রোগে চার কোটি ১০ লাখ লোক মৃত্যুবরণ করে তার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে ১ কোটি ৭৯ লাখ মানুষের অকাল মৃত্যু হয়। ভৌগোলিক কারণে বাংলাদেশ, ভারতসহ এ অঞ্চলে হৃদরোগের ঝুঁকি বেশি। এ ছাড়া বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগ পরিচালিত গবেষণা অনুসারে, বাংলাদেশের ৩৫ বছর কম বয়সী নারী ও পুরুষের মধ্যে হৃদরোগের ঝুঁকি উন্নত বিশ্বের সমবয়সী মানুষের তুলনায় ১৭ গুণ বেশি।

 

RvZxq †cÖmK¬v‡e nvU© K¨v¤ú AbywôZ

†`‡k ¯^v¯’¨ exgv Pvjy Kiv Riæwi : cÖ‡dmi Wv. G we Gg Avãyjøvn

†gvU g„Zz¨i 30 kZvsk ü`‡iv‡M : cÖ‡dmi Wv. Gm Gg †gv¯Ídv Rvgvb

÷vd wi‡cvU©vi

cÖavbgš¿xi e¨w³MZ wPwKrmK I B‡gwiUvm cÖ‡dmi Wv. GweGg Avãyjøvn e‡j‡Qb, †`‡ki gvby‡li ¯^v¯’¨‡mev wbwðZ Ki‡Z exgv Pvjy Kiv Riæwi| RvZxq †cÖmK¬ve I evsjv‡`k KvwW©Ifv¯‹yjvi wimvP© dvD‡Ûk‡bi †hŠ_ G Av‡qvR‡b cÖ‡dmi GweGg Avãyjøvn e‡jb, ü`‡iv‡M AvµvšÍ e¨w³‡K `ªæZZg mg‡q wPwKrmv bv w`‡Z cvivq A‡bK mgq iv¯Ívq g„Zz¨eiY K‡ib| ZvB ü`‡iv‡Mi wPwKrmv †K›`ª¸‡jv kni ev wefvM †Kw›`ªK bv n‡q †Rjv kn‡i ev cÖZ¨šÍ A‡j nIqv DwPZ| G‡Z Gme A‡ji †jvKRb `ªæZ Ges mwVK wPwKrmv cv‡e Ges g„Zz¨i nvi A‡bKUv Kwg‡q Avbv m¤¢e n‡e|

MZKvj RvZxq †cÖmK¬v‡ei Rûi †nv‡mb n‡j Av‡qvwRZ Ôü`‡ivM cÖwZ‡iv‡ai P¨v‡jÄ Ges KiYxqÕ kxl©K GK Av‡jvPbv Abyôv‡b cÖavb AwZw_i e³‡e¨ Wv. GweGg Avãyjøvn Gme K_v e‡jb| †cÖmK¬ve mfvcwZ dwi`v Bqvmwg‡bi mfvcwZ‡Z¡ Abyôv‡b Ôü`‡ivM cÖwZ‡iv‡a P¨v‡jÄ Ges KiYxqÕ kxl©K Av‡jvPbvq M‡elYvcÎ Dc¯’vcb K‡ib e½eÜy †kL gywRe †gwW‡Kj wek¦we`¨vj‡qi (weGmGgGgBD) B›Uvi‡fbkbvj KvwW©IjwR wefv‡Mi cÖ‡dmi I evsjv‡`k KvwW©Ifv¯‹zjvi wimvP© dvD‡Ûk‡bi mfvcwZ Wv. Gm Gg †gv¯Ídv Rvgvb|

G Qvov Dcw¯’Z wQ‡jb †cÖmK¬v‡ei mvaviY m¤úv`K Bwjqvm Lvb, Dc-KwgwUi ¯^v¯’¨ I m`m¨ Kj¨vY welqK m¤úv`K eLwZqvi ivYv cÖgyL| mKvj 9Uv †_‡K ïiæ n‡q weKvj 4Uv ch©šÍ GB nvU© K¨v‡¤ú wZb kZvwaK mvsevw`K I Zv‡`i cwiev‡ii m`m¨‡`i wPwKrmv †mev †`qv nq| nvU© K¨v‡¤ú eøvW †cÖmvi cwigvc, i‡³i Møy‡KvR cwigvc, wjwcW †cÖvdvBj, BwmwR cixÿvmn wPwKrmv welqK bvbv civgk© †`qv nq| nvU© K¨v‡¤úi mn‡hvMxZvq wQ‡jv j¨ve GBW|

cÖ‡dmi Wv. G we Gg Ave`yjøvn ü`‡ivM‡K bxie NvZK wn‡m‡e D‡jøL K‡i e‡jb, ü`‡ivM we‡k¦i GK b¤^i NvZK e¨vwa| wZwb ü`‡ivM wPwKrmv mnRjf¨ Ges Gi e¨q Kgv‡bvi Dci ¸iæZ¡ Av‡ivc K‡ib| wZwb ey‡K e¨_v n‡j Ae‡njv bv K‡i wPwKrm‡Ki civgk© †bqvi Dc‡`k †`b|

g~j cÖe‡Ü cÖ‡dmi Gm Gg †gv¯Ídv Rvgvb ü`‡ivM cÖwZ‡iv‡ai P¨v‡jÄ †gvKvwejvi KiYxq wel‡q e‡jb, evsjv‡`k cÖwZ eQi 5 jvL 72 nvRvi 6 kZ gvby‡li g„Zz¨ nq| AmsµvgK e¨vwai Kvi‡Y, hviv g‡a¨ 30 kZvsk g„Zz¨ ü`‡iv‡Mi Kvi‡Y| ü`‡ivM wPwKrmvi †P‡q cÖwZ‡iva mnR| ü`‡ivM cÖwZ‡iva‡hvM¨| cÖwZwU bvMwi‡Ki ü`‡iv‡Mi AvaywbK wPwKrmvi my‡hvM ˆZwi‡Z Kg©‡KŠkj wba©viY Ki‡Z n‡e| G Qvov a~gcvb eR©b Ki‡Z n‡e| mv`vcvZv, R`©v cwinvi Ki‡Z n‡e| Pwe© hy³ Lv`¨ cwinvi Ki‡Z n‡e| wbhwgZ nuvUvnvwU Ges e¨vqvg Ki‡Z n‡e| GKB m‡½ †`‡kB ü`‡iv‡Mi kZfvM wPwKrmv Kiv‡bv m¤¢e e‡jb wZwb|

Iqvì nvU© dvD‡Ûk‡bi Z_¨ D‡jøL K‡i Gm Gg †gv¯Ídv Rvgvb Rvbvb, we‡k¦ cÖwZeQi AmsµvgK †iv‡M Pvi †KvwU 10 jvL †jvK g„Zz¨eiY K‡i Zvi g‡a¨ ü`‡iv‡M AvµvšÍ n‡q 1 †KvwU 79 jvL gvby‡li AKvj g„Zz¨ nq| †fŠ‡MvwjK Kvi‡Y evsjv‡`k, fviZmn G A‡j ü`‡iv‡Mi SzuwK †ewk| G Qvov weGmGgGgBDi KvwW©IjwR wefvM cwiPvwjZ M‡elYv Abymv‡i, evsjv‡`‡ki 35 eQi Kg eqmx bvix I cyiæ‡li g‡a¨ ü`‡iv‡Mi SyuwK DbœZ we‡k¦i mgeqmx gvby‡li Zzjbvq 17 ¸Y †ewk|

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ