নেত্রকোণার মদনে ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের ত্রাণ বিতরণ সম্পন্ন

নেত্রকোণা জেলার মদন উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত শিবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬টি গ্রামের বন্যার্তদের
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি ট্রান্সফরমার পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত করা সম্ভব হয়নি। খবর পেয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য উৎপাদন আশরাফুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে উক্ত ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে প্রাথমিকভাবে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান করা হয়েছে ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক এইচএম মফিজ উদ্দিনকে। কমিটিকে আগামী ৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অগ্নিকান্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাবেনা। তবে গ্যাস টারবাইন-২ এর ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়। এতে মেইন এবং অক্সিলারী ট্রান্সফরমারটি পুড়ে গেছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, রোববার সকাল ৯টা ৫০ মিনিটে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তাদের সাথে যোগ দেয় আরও একটি বেসরকারি কোম্পানীর নিজস্ব অগ্নিনির্বাপক দল। তারা প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে দুইটি ট্রান্সফরমার পুড়ে গেছে।
শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, সকালে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা সকালে ভেতরে কাজ করছিলেন। সকাল ৯টা ৫০ মিনিটে হঠাৎ ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ প্ল্যান্টের গ্যাস টারবাইন-২ এর মেইন ট্রান্সফরমারে কর্মচারীরা আগুন দেখতে পান। এ সময় তাৎক্ষণিক তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের অক্সিলারী ট্রান্সফরমারেও। আতংকে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে থাকা কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারগুলোর মধ্যে আতংক দেখা দেয়। আগুনের লেলিহান শিখা শুধু বাড়তে থাকে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ কেন্দ্রের একটি সূত্র জানায়, ওই বিদ্যুৎ কেন্দ্রের তেলের ট্যাংকের কাছে আগুন লাগে। ধারণা করা হচ্ছে গ্যাস লাইন লিকেজ হয়ে এ আগুনের সূত্রপাত হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।