টুঙ্গিপাড়া থেকে ফেরার পথে পদ্মা সেতুতে গাড়ির দরজা খুলে লাফ, নিখোঁজ গার্মেন্টসকর্মী

চলন্ত গাড়ির দরজা খুলে পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন নুরুজ্জামান (৩৮) নামের
কুড়িগ্রামের ফুলবাড়ীতে খালের পানিতে ডুবে আবু সাইদ রাফিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের বজরের খামার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আবু সাইদ ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে খেলা করছিল শিশু আবু সাঈদ। খেলার এক পর্যায়ে সে পরিবারের সবার অজান্তে বাড়ি-সংলগ্ন একটি খালের পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।
এক পর্যায়ে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সরওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।