Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ধারাবাহিক নাটক হাউস নং ৯৬

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০৫ এএম

এনটিভিতে আজ রাত ৯.৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’। নাটকটি সোম, মঙ্গল ও বুধবার প্রচার হচ্ছে। ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট-রচনায় নাটকটির গল্প ভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। অভিনয় করেছেন আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শেহরিন, মনিরা আক্তার মিঠু, আল মামুন, রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, ইরফান সাজ্জাদ, নাদিয়া, চমক প্রমুখ। ‘৯৬ নম্বর বাসার নিচতলার বাসিন্দা ইনান ওরফে কিটো ভাই। মাকে নিয়ে তার সংসার। বাবা দেশের বাইরে থাকেন। কিটো ভাইয়ের পাশের ফ্ল্যাটেই থাকে নোরিন, অনেকেই তাকে পছন্দ করে। তার মধ্যে একজন রাজ। রাজও খুব সাধাসিধে স্বভাবের কিন্তু নোরিন বুঝতে পারে রাজ তাকে পছন্দ করে। কিন্তু নোরিনের পছন্দ তৃতীয় তলার রায়হানকে। তবে রায়হান তাকে পাত্তা দেয়না। দ্বিতীয় তলায় থাকেন বাড়িওয়ালা মিজান সাহেব আর তার স্ত্রী ঝুমা। তার স্ত্রী বেশ সুন্দরী। তৃতীয় তলায় থাকেন রায়হান। রায়হানের বাবা খুবই শান্ত স্বভাবের। রায়হানের সৎ মা খুবই বদমেজাজি। রায়হান খুবই গম্ভীর স্বভাবের। তৃতীয় তলার অপর পাশে থাকে প্রান্ত। বাবাকে নিয়ে তার সংসার। প্রান্তর গার্লফ্রেন্ড চতুর্থ তলায় থাকে মারিয়া। সে অনেক বড় টিকটক তারকা। চতুর্থ তলার অপর পাশের ফ্ল্যাটটা প্রায়ই খালি থাকে। ভাড়াটিয়া আসলেও নানা কারণে ফ্ল্যাটে কেউই বেশিদিন স্থায়ী হতে পারেনা। এ ফ্ল্যাটের ভাড়াটিয়া ও অন্য তলার বাসিন্দার নানা ঝামেলা আর মজার ঘটনা নিয়েই হাউজ নং ৯৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক নাটক হাউস নং ৯৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ