Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাদরাসায় যাওয়ার পথে ৪ বোন নিখোঁজ

নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০২ এএম

কুমিল্লার নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসার ৩ শিক্ষার্থী ও পাশের নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদরাসার অপর ১ শিশু শিক্ষার্থীসহ আপন ৪ বোন গত বৃহস্পতিবার মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীরা উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে। মজিবুল হক দীর্ঘদিন ধরে দাফন-কাফন ও লাশ গোসল দিয়ে আসছেন। আত্মীয়-স্বজন ও ওই শিক্ষার্থীদের বান্ধবিদের বাড়িতে খোঁজ নিয়ে কোন সন্ধান না পেয়ে গত শুক্রবার রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে তাদের পিতা। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কালেম গ্রামের মজিবুল হকের ৪ মেয়ে, তার কোন পুত্র সন্তান নেই। তাদের মধ্যে তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষ, অষ্টম ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, মাইশা সুলতানা (৬) নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদরাসার শিশু শ্রেনীর ছাত্রী। গত বুধবার একই ইউনিয়নের নারুয়া গ্রামের নানা বাড়িতে বেড়াতে যায় নিখোঁজ ৪ বোন। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তারা ৪ বোন নানা বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হয়, এরপর থেকে তাদের কেউ বাড়ি ফিরেনি। গত বৃহস্পতিবার বিকেল থেকে মেয়েরা বাড়িতে না যাওয়ায় তাদের পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাদের কোন সন্ধান পায়নি। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ৪ মেয়েকে খোঁজ পেতে স্থানীয় প্রশাসন ও সবার সহযোগীতা কামনা করেন নিখোঁজ মেয়েদের পরিবার। নাঙ্গলকোট থানার ওসির ফারুক হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ