নেছারাবাদে স্বামীর দু হাতের কবজি বিচ্ছিন্নর অভিযোগে স্ত্রী কারাগারে
নেছারাবাদ উপজেলার বালিহারীতে মো: জাহারুল ইসলাম(৪৫) নামে এক দিনমজুর স্বামীর দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে স্ত্রীকে আসামী করে থানায় মামলা করেছেন জাহারুলের বড়
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সামনে পুলিশের ভ্যান থেকে পুলিশকে ধাক্কা মেরে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে এক ধর্ষণ ও অপহরণ মামলার আসামী। আজ মঙ্গলবার (৩১ মে) সকালে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটলেও পুলিশ তা স্বীকার করেছে বিকেলে।
থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার ধর্ষণ ও অপহরণ মামলার আসামী উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সামিউল ইসলাম (২২) শ^শুরের করা নিজ শ্যালিকাকে অপহরণ ও ধষর্ণের গোবিন্দগঞ্জ থানার একটি মামলায় পলাতক ছিল। থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিতের পর চাঁদপুর জেলার মতলব থেকে তাকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার ভোরে তাকে নিয়ে গোবিন্দগঞ্জে থানার সামনে পৌঁছে পুলিশের ভ্যানটি। এ সময় গাড়ি থেকে নামনোর সময় অতর্কিতে সে এক কনস্টেবলকে ধাক্কা মেরে হান্ডকাপ দৌড়ে পালিয়ে যায়। সকাল থেকে বিষয়টি লোকমুখে প্রচার হলেও পুলিশ সারা দিন এ ব্যাপারে মুখ খোলেনি।
বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন আসামী পলায়নের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশের একাধিক টিম তাকে গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।