Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুর্কি ড্রোনের চাহিদা এখন বিশ্বজুড়ে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১০:৪৯ এএম

তুর্কি ড্রোনের সাহায্যে রাশিয়ার আর্টিলারি সিস্টেম ও সাজোয়া যানগুলোকে প্রতিরোধ করার পর তুরস্কের বেরাকতার টিবি২ ড্রোনের চাহিদা সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে।

ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তাম্বুলভিত্তিক বেকারের পরিচালনক সেলচুক বেরাকতার বলেন, ড্রোন আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে। যা করবে বলে আশা করা হয়েছিল বেরাকতার তা করেছে। বাকুতে এক প্রদর্শনীতে তিনি মিডিয়াকে বলেন, পুরো বিশ্ব এখন এই ড্রোনের ক্রেতা বনে গেছে। তিনি বলেন, তার প্রতিষ্ঠান বছরে এ ধরনের ২০০ ড্রোন বানাতে পারে।

১২ মিটার ডানা-সমৃদ্ধ টিবি২ ড্রোন ২৫ হাজার মিটার উঁচুতে ওঠতে পারে। এই ড্রোন তার লেসার-গাইডেড আরমর-পারসিং বোমার সাহায্যে ট্যাঙ্ক ও আর্টিলারি ধ্বংস করতে পারে। এই ড্রোনের সাহায্যেই অনেক বেশি শক্তিশালী রুশ সামরিক বাহিনীকে প্রতিরোধ করে চলেছে ইউক্রেন।

এই ড্রোন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজরেও এসেছে। আর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তত ৪৫ বার প্রকাশ্যে এই ড্রোনের কথা উল্লেখ করেছে।

সিরিয়া, ইরাক, লিবিয়া, কারাবাখ, এবং এখন ইউক্রেন যুদ্ধে তুরস্কের এই অস্ত্রটি তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে ও করছে।
সূত্র : ডেইলি সাবাহ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ