শেরপুরে ঘড়ির গোডাউনে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশংকা
শেরপুর শহরের শহীদ বুলবুল সড়ক করিম পাগলা মার্কেটের রমনা ইলেকট্রনিক্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে ওই গোডাউনে বিদ্যুৎতের শর্টসার্কিট
পটুয়াখালী মির্জাগঞ্জে ডোবার পানিতে ডুবে তামিম(৩) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সকাল ৮টায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মধ্য মির্জাগঞ্জ গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত তামিম ওই গ্রামের জাফর মল্লিকের ছেলে।
মৃত তামিমের স্বজন ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় তামিমের বাবা ট্রাক্টর নিয়ে মাঠে চাষ করতে যাওয়ার সময় তামিমও তার পিছনে পিছনে যায়। এ সময় বাড়ির পশ্চিম পাশে ডোবায় পরে পানিতে ডুবে যায় সে। পরে বাড়ির পাশের এক প্রতিবেশী ভাসতে দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আল-আমিন হোসেন মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।