Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৭:২০ পিএম
জেলার সদর উপজেলার আতাইকুলা এলাকায় আজ নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই নারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার  মোর্শেদা  বেগম (৭০)। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশকয়েকজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে  আতাইকুলার মধুপুরে এ ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার মধুপুর  গোরস্তানের কাছে মোহাম্মদ এক্সপ্রেস নামের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। গুরুতর আহত অন্তত ১৩ জনকে পাবনা  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, দুর্ঘটনার পর বাসের আহত যাত্রীদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও শোনেননি তিনি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী নিহত

৩ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ