সালথায় প্রধানমন্ত্রীর ঘর দিতে ভিক্ষুকের কাছে চাঁদাবাজি, চেয়ারম্যানের স্বামী আটক

এই আটকের বিষয়টি মঙ্গলবার(১৬ আগষ্ট) গনমমাধ্যম কে নিশ্চিত করেন, সালথা থানার অফিসার ইনচার্জ। জানাযায়,ফরিদপুরের সালথা উপজেলায়
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের
রাজনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের সুন্দর আলীর পুত্র।
জানা যায়, শুক্রবার দুপুরে নিহত আল আমিন রাজনপুর জামে মসজিদ সংলগ্ন সুরমা নদীতে গোসল করে বাড়িতে যাওয়ার পথে দোহালিয়া বাজারের পাবলিক টয়লেটের পানির মটরের বৈদ্যুতিক সংযোগে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। স্বজনরা তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশর পিতা সুন্দর আলীর আবেদনের প্রেক্ষিতে কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।