কোটালীপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে শিক্ষা অফিসের সোয়া ৪ লাখ টাকা ছিনতাই
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ৪ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কোটালীপাড়া উপজেলার
ঢাকার ধামরাইয়ে বাড়ির জায়গা নিয়ে নিজ বাড়িতে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে হামলার শিকার হয়েছেন জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মুল্লুক। তিনি ঢাকা জেলার যুবসংহতির যুগ্ম আহবায়ক এবং ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বাগজান গ্রামের বাসিন্দা।
জানা গেছে, উপজেলার কুশুরা ইউনিয়নের বাগজাল গ্রামের বাসিন্দা ও ঢাকা জেলার যুবসংহতির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মুল্লুক এর সাথে প্রতিবেশী হামিদ গংদের বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বিকেলে আনোয়ার হোসেন মুল্লুক নিজ বাড়িতে গেলে পাশের বাড়ির জাহাঙ্গীরের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলার চালায়। এসময় হামলাকারীরা আনোয়ার হোসেনের মাথায় আঘাত করলে মাথায় রক্তাক্ত জখম হয়। পরে আহত অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।