Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাপাসিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ আহত ৩

শামসুল হুদা লিটন,(গাজীপুর) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ৭:৩১ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন গুরুতর আহত হয়েছেন। নিহত হয়েছেন পিকআপের চালকসহ যাত্রী । শনিবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত পিকআপ চালক জিন্নাত(২৬) কিশোরগঞ্জ জেলা সদর থানার হয়বতনগর গ্ৰামের ঝিনুক মিয়ার ছেলে। যাত্রী দেলোয়ার হোসেন (২৬) একই জেলার সদর থানার সাতারপুর গ্ৰামের মৃত আ. জলিল মিয়ার ছেলে।

 

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম  জানান, অনুমানিক সকাল সাড়ে ছ'টায় রাজেন্দ্রপুর-টোক সড়কে সাল্লারবাড়ি মোড় এলাকায় ঢাকা যাওয়ার উদ্দেশে অনন্যা পরিবহনের একটি  বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২০৩৯) ও কিশোরগঞ্জে যাওয়ার পথে পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৩-১০৫০) মুখোমুখি  সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিক আপের চালক জিন্নাতকে মৃত ঘোষণা করেন এবং পিকাপের অপর যাত্রী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান বলে জানা যায়। ওই দুর্ঘটনায় বাসের ২ থেকে ৩ জন যাত্রী আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

কাপাসিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ আহত ৩
শামসুল হুদা লিটন,(গাজীপুর) থেকেঃ
গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন গুরুতর আহত হয়েছেন। নিহত হয়েছেন পিকআপের চালকসহ যাত্রী । শনিবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক জিন্নাত(২৬) কিশোরগঞ্জ জেলা সদর থানার হয়বতনগর গ্ৰামের ঝিনুক মিয়ার ছেলে। যাত্রী দেলোয়ার হোসেন (২৬) একই জেলার সদর থানার সাতারপুর গ্ৰামের মৃত আ. জলিল মিয়ার ছেলে।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম  জানান, অনুমানিক সকাল সাড়ে ছ'টায় রাজেন্দ্রপুর-টোক সড়কে সাল্লারবাড়ি মোড় এলাকায় ঢাকা যাওয়ার উদ্দেশে অনন্যা পরিবহনের একটি  বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২০৩৯) ও কিশোরগঞ্জে যাওয়ার পথে পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৩-১০৫০) মুখোমুখি  সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  স্থানীয় লোকজনদের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিক আপের চালক জিন্নাতকে মৃত ঘোষণা করেন এবং পিকাপের অপর যাত্রী দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যান বলে জানা যায়। ওই দুর্ঘটনায় বাসের ২ থেকে ৩ জন যাত্রী আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ