Inqilab Logo

মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২, ০১ ভাদ্র ১৪২৯, ১৭ মুহাররম ১৪৪৪
শিরোনাম

১২১ বছরে জন্মহার হ্রাসে নতুন রেকর্ড জাপানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০৪ এএম

জাপানে জন্ম হার কমার ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে ১৮৯৯ সালের পর এটাই সর্বনিম্ন জন্মহার। শুক্রবার দেশটির সরকারি পরিসংখ্যানে এ চিত্র দেখা যায়। ২০২১ সালে জাপানে আট লাখ ১১ হাজার ৬০৪ শিশুর জন্ম হয়েছিল। ওই বছর দেশটিতে মারা গেছে ১৪ লাখ ৩৯ হাজার ৮০৯ জন। জন্ম ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় দেশটিতে মানুষ কমেছে ছয় লাখ ২৮ হাজার ২০৫ জন। জাপানি নারীদের সারাজীবনে জন্ম নেওয়া শিশুদের গড় সংখ্যা ১ দশমিক ৩- এ নেমে এসেছে। টানা ছয় বছর জনসংখ্যার মোট উর্বরতার হার এই সংখ্যাতেই অবস্থান করছে। পৃথিবীর সবচেয়ে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা জাপানেই বেশি। সেই হিসেবে দেশটিতে প্রজন্মগত ব্যবধান বাড়ছে। এনএইচকে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ