Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অতিরিক্ত প্রচেষ্টা চালালে এখনও চুক্তি সম্ভব

ভিয়েনা সংলাপ নিয়ে জোসেপ বোরেলের টুইটার বার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০৩ এএম

ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি হওয়ার সম্ভাবনা কমে এসেছে; কিন্তু ‘অতিরিক্ত প্রচেষ্টা’ চালালে এখনও একটি চুক্তি সম্ভব। একথা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০২১ সালের এপ্রিল মাস থেকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে আলোচনা চালিয়ে আসছিল ইরান যা গত মার্চ মাস থেকে স্থগিত রয়েছে। এই ধারাবাহিক সংলাপে ইইউ মধ্যস্থতার ভূমিকা পালন করছে। সংলাপে আমেরিকা পরোক্ষভাবে অংশগ্রহণ করছে। জোসেপ বোরেল শনিবার এক টুইটার বার্তায় লিখেছেন, “একটি চুক্তির মাধ্যমে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সম্ভাবনা সঙ্কুচিত হয়ে আসছে। তবে আমরা এখনও অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে তা সম্ভব করে তুলতে পারি।” তিনি বলেন, শুক্রবার একবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলার পর শনিবার আবার তার সঙ্গে কথা বলেছেন। ভিয়েনা সংলাপের সমন্বয়কারী হিসেবে জোসেপ বোরেল বলেন, “সর্বশেষ অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তির জন্য তিনি যেকোনো সময় আবার সংলাপের ব্যবস্থা করতে প্রস্তুত রয়েছেন।” শুক্রবারের টেলিফোনালাপে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা বোরেলকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএইএ’র নির্বাহী বোর্ডের আসন্ন বৈঠকের আগে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইসরাইল সফর ছিল আইএইএ’র আইন ও রীতিনীতির বিরোধী।এ সফরের মাধ্যমে আইএইএ নিজের নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের কাছে শত শত পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও এই অবৈধ রাষ্ট্র পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি। অথচ গ্রোসি ইসরাইল সফরে গিয়ে এটির পরমাণু অস্ত্র নিয়ে কথা না বলে এনপিটিতে স্বাক্ষরকারী ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অতিরিক্ত প্রচেষ্টা চালালে এখনও চুক্তি সম্ভব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ